শাহিন থ্রি মিসাইলের সফল পরীক্ষা করল পাকিস্তান

পাকিস্তানের শাহিন থ্রি মিসাইল নিয়ে কাজ চলছে আগেই জানা গিয়েছিল। এবার তার সফল উৎক্ষেপণ করল
ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে যাচ্ছেন সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত বছরের অক্টোবর থেকেই এ খবর শোনা যাচ্ছিল।
এ জন্য তিনি ৩৮০ কোটি পাউন্ড খরচ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। বর্তমান মালিক যুক্তরাষ্ট্রের গ্লাজার পরিবার রাজি হলে আগামী মৌসুমেই ক্লাবটির নতুন মালিক হতে পারেন বিন সালমান।
তবে গ্লাজার পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে, তারা ফুটবল ক্লাবটি বিক্রি না করার পক্ষে। কিন্তু সউদী যুবরাজ যে দাম হাঁকিয়েছেন, তাতে গ্লাজার পরিবার বিক্রিতে প্রলুব্ধও হতে পারে।
মাত্র ৭৯ কোটি পাউন্ডে ক্লাবটি কিনেছিলেন তারা। আর যুবরাজের হাঁকানো দামে বিক্রি করলে তাদের লাভ হবে ২২০ কোটি পাউন্ড।
গত বছরের অক্টোবরে এ খবর শোনা গেলেও সেই সময় সউদী সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংসভাবে হত্যার সঙ্গে রাজপরিবার বিশেষ করে সালমানের নাম জড়িয়ে পড়ার পর ক্লাব কেনার খবর ঢাকা পড়ে যায়।
প্রসঙ্গত সউদী যুবরাজের ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা নেয়ার আগ্রহের কারণ- ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বলে মনে করা হয়। কারণ ম্যানচেস্টার সিটির মালিক আরবের আরেক রাজপরিবারের সদস্য শেখ মানসুর। যিনি সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী। সূত্র : দি সান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।