Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরকারের দায়িত্বহীনতায় চকবাজারে অগ্নিকাণ্ড : মির্জা ফখরুল

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৪ এএম

পুরান ঢাকার চকবাজারের অগ্নিকান্ডের ঘটনায় সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে আজিমপুরে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের ব্যর্থতা সর্বক্ষেত্রে রয়েছে। আজকে সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। এর কারণ হচ্ছে সরকারের দায়িত্বহীন ও অব্যবস্থাপনা। মির্জা ফখরুল বলেন, এই সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ। রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার সদিচ্ছা তাদের নেই। তারা যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকারের অনাচার ও স্বেচ্ছাচারিতার কাছে দেশের মানুষ এখন জিম্মি। ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক হতাহতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে আহতদের সুচিকিৎসার দাবিও জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ