Inqilab Logo

ঢাকা, বুধবার ১৭ জুলাই ২০১৯, ০২ শ্রাবণ ১৪২৬, ১৩ যিলক্বদ ১৪৪০ হিজরী।

মারা গেলেন সালমান খানের প্রযোজক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:২৫ পিএম

চলে গেলেন বলিউডের সুপারহিট চলচ্চিত্রের প্রযোজক রাজকুমার বরজাতিয়া। নয় দশকে এই প্রযোজকের তৈরি চলচ্চিত্র দেখে বড় হয়েছেন অনেকেই। ‘হাম আপকে হ্যায় কন’ কিংবা ‘হাম সাথ সাথ হ্যায়’ সহ অসংখ্য চলচ্চিত্রের জন্ম তার হতেই হয়েছিলো। ওই সব চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বি-টাউনের বর্তমান বেশ কয়েকজন সুপারস্টার। এরমধ্যে অন্যতম সালমান খান।
বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজকুমার বরজাতিয়া। তার মৃত্যুতে শোকাহত পুরো বলিউডে।
বছর কয়েক আগেই ‘প্রেম রতন ধন পাও’ চলচ্চিত্রটি বানিয়েছিলেন তিনি। তার প্রোডাকশনের নাম ছিল ‘রাজশ্রী’ প্রোডাকশন। এদিন সকালে ‘রাজশ্রী’ প্রোডাকশনের অফিশিয়াল টুইটারে রাজকুমার বরজাতিয়া মৃত্যুর খবর জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে রাজকুমার বরজাতিয়ার ছেলে সূর্য বরজাতিয়া ওই প্রোডাকশন দেখা শোনা করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমান খান

১৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন