মালিঙ্গার সঙ্গে ১ যুগের সম্পর্কের ইতি টানল মুম্বাই

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি লাসিথ মালিঙ্গাকে স্কোয়াড থেকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২১-র নিলামের
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যব¯হাপনায় শনিবার মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ (পুরুষ) হ্যান্ডবল লিগের খেলা। এদিন বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে লিগের উদ্বোধন করবেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল। এসময় উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সহ-সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা। লিগের উদ্বোধনী দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে দুপুর সোয়া ২টায় প্রথম ম্যাচে মাঠে নামবে সর্তীথ ক্লাব ও জুরাইন জনতা ক্লাব। বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী ম্যাচে ফ্লেইম বয়েজ ক্লাবের প্রতিপক্ষ মনসুর র্স্পোটিং ক্লাব। এবং বিকেল পৌনে ৫টায় দিনের শেষ ম্যাচে মোকাবেলা করবে স্টার স্পোর্টস ও পূর্বাচল পরিষদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।