Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯, ০৭ চৈত্র ১৪২৫, ১৩ রজব ১৪৪০ হিজরী।

সিলেটে বাণিজ্য মেলা মার্চের প্রথম সপ্তাহে

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


সিলেট ব্যুরো : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য মেলার রেশ কাটতে না কাটতেই একই ভেন্যুতে আবার বসছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার মেলার আয়োজক সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)। ৫ম বারের মতো এ মেলার আয়োজন করতে যাচেছ তারা। মার্চের প্রথম সপ্তাহে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। গত বৃহস্পতিবার এসএমসিসিআই সচিব জাহাঙ্গির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শাহী ঈদগাহস্থ সিলেট সদর উপজেলা মাঠে আয়োজিত এ মেলা উদ্বোধন উপলক্ষে মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এসএমসিসিআই’র সদস্য ও ৫ম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার প্রধান সমন্বয়ক এম এ মঈন খাঁন বাবলু।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ