Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুক্তি পেলো ফাহিম ফয়সালের নীলচে আকাশ

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নীলচে আকাশ পুরোটা তোমার শিশির ছোঁয়া ঘাস, এই হৃদয়ের সবটুকু প্রেম বুকের সব নিঃশ্বাস...। জাহিদ আকবার-এর কথা, সাজিদ সরকারের সংগীত এবং ফাহিম ফয়সালের সুর ও কণ্ঠে ‘নীলচে আকাশ’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও সম্প্রতি মুক্তি পয়েছে। গানটি বর্তমানে ইউটিউব সব বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশ্বব্যাপী প্রচার শুরু হয়েছে। সবুজের মাঝে প্রাকৃতিক পরিবেশে নির্মিত হয়েছে ভিডিওটি। নির্মাণ করেছে ই-মিউজিক। নয়নাভিরাম চিত্রায়নের জন্যে মুক্তির পরপরই গানটি শ্রোতামহলে বেশ ভালো সাড়া পায়। গানটির শিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল জানান, প্রথমে বুঝতে পারিনি ই-মিউজিক ঠিক কি করতে যাচ্ছে। শুটিং পরবর্তী সময়ে ভিডিওটি যখন দেখলাম তখন বুঝলাম তাদের কারিশমা। প্রকৃতিঘেরা চমৎকার সব স্থানে গানটির চিত্রায়ন করা হয়েছে। এই গানের ভিডিও পরিচালনায় ছিলেন ইয়ামিন ইলান। গানটিতে আমার সঙ্গে মডেল হয়েছেন নবাগতা জাহরাহ নূর। গানটি জি-সিরিজ/অগ্নিবীণা থেকে প্রকাশিত ফাহিম ফয়সালের ভালোবাসার শেষ খেয়াল অ্যালবাম থেকে নেয়া হয়েছে। ফয়সাল বলেন, সবুজের মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে। আমার ইচ্ছে, গানের চিত্রায়নের মধ্যদিয়ে নয়নাভিরাম এই দেশটিকে বিশ্বদরবারে তুলে ধরার। যাতে সব শ্রেণির দর্শক-শ্রোতারা দেশের রূপ-প্রকৃতি-বৈচিত্র্য দেখে আকৃষ্ট হতে পারেন। নীলচে আকাশ গানটির অডিও ভার্সন প্রকাশ হবার পর থেকে এর মিউজিক ভিডিওর জন্য দর্শক-শ্রোতারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। দেশ-বিদেশের নানা প্রান্তের দর্শক-শ্রোতার গানটির চমৎকার একটি ভিডিও দেখতে চেয়েছেন। আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ মৌলিক ও ভালোমানের একটি ভিডিও উপহার দিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তি পেলো ফাহিম ফয়সালের নীলচে আকাশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ