Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সমাবেশ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

আঞ্চলিক ভাষা হোক সাম্য, ঐক্য ও সস্প্রীতির বন্ধন এই শ্লোগানকে প্রতিপাদ্য করে শুক্রবার দেশের বৃহত্তম ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘ঝিনেদার আঞ্চলি ভাষা গ্রুপের’ এক সমাবেশ কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা রাজবাড়ী রিসোট এন্ড পিকনিক স্পটে গতকাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে শাতাধিক সদস্য এই সমাবেশ ও মিলন মেলায় যোগদান করেন। পিকনিক স্পটের সভা মঞ্চে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক আসিফ ইকবাল কাজল। অনুষ্ঠানে অন্যানের মধ্যে কেন্দ্রীয় সহসভাপতি ও উজির আলী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু, মাসুদ আহম্মেদ, সাইদুল ইসলাম টিটো, সাব্বির জুয়েল, সরোয়ার হোসেন, শারমিন আকতার, ঝর্না খাতুন, নিপা জামান, সুরভী রেজা, ঢাকা কমিটির আহসান হাবিব লিপটন, শাহাদ হোসেন, সাজ্জাদ রায়হান ও সাংবাদিক আহসান কবীর প্রমুখ বক্তব্য রাখেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আসিফ ইকবাল কাজল তার সুচনা বক্তব্যে বলেন, ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপটি এখন ঝিনাইদহের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক পরিমন্ডলে সংগঠনটি দ্যুতি ছড়িয়ে চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আঞ্চলিক ভাষা গ্রুপের সমাবেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ