Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিসিসিআই ফাউন্ডেশনের ২৫ লাখ টাকা আর্থিক সাহায্য

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের যথাযথ চিকিৎসার্থে ডিসিসিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র্র চকবাজারে (চুরি হাট্রা) ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের যথাযথ চিকিৎসার্থে ঢাকা চেম্বারের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় অন্তবর্তীকালীন সহযোগীতা হিসেবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ফাউন্ডেশনের পক্ষ এই আর্থিক সাহায্য প্রদান করা হবে। একই সঙ্গে ডিসিসিআই ফাউন্ডেশন এই ঘটনায় ৬৭ জনের অনাকাঙ্খিত মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। ডিসিসিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সকলের সাথে আলোচনার ভিত্তিতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থায়ী সমাধানে আসতে না পারলে ২০১০ সালে নীমতলীতে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডের মত ঘটনার পুণরাবৃত্তি আবারও ঘটতে পারে। ডিসিসিআই ফাউন্ডেশন মনে করে, কেমিক্যাল এমন একটি দাহ্য পদার্থ যে এর পরিবহন, ব্যবসা ও গুদামজাত ব্যবস্থা অবশ্যই পরিকল্পিতভাবে হতে হবে। তাছাড়া একই ভবনে কেমিক্যাল ব্যবসা পরিচালনা, গুদামজাত ও বসবাস অগ্নিকান্ড এবং হতাহতের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ। ডিসিসিআই ফাউন্ডেশন মনে করে, নীমতলীর পর চকবাজারই যেন এ ধরণের অনাকাঙ্খিত ভয়াবহ অগ্নিকান্ডের সর্বশেষ উদাহরণ হয় আর এ জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিসিসিআই ফাউন্ডেশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ