Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আঙুল জোড়া লাগা ইসমাইলকে খুঁজছেন স্বজনরা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের নিখোঁজ আহম্মদপুর গ্রামের হাজী ইসমাইলকে (৬৫) খুঁজে পায়নি পরিবার। ঢাকা মেডিকেলে তাকে খুঁজছে স্বজনরা। ঢাকায় বসবাসরত ওই গ্রামের বাসিন্দা মো. ইউনুস জানান, গত দুদিনে হাজী ইসমাইলের স্ত্রী রোকেয়া বেগমসহ পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেলের মর্গে লাশ শনাক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছেন। কোনোভাবেই তার খোঁজ মেলেনি। হাজী ইসমাইলের পায়ের দুটি আঙ্গুল জোড়া লাগানো ছিল। সেটি শনাক্ত করতে পারলেও নিশ্চিত করা যায়নি হাজী ইসমাইলের লাশ। এখন ডিএনএ পরীক্ষার অপেক্ষায় স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, হাজী ইসমাইল হাজীগঞ্জ উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত হাজী ইসকারের ছেলে। তিন ভাই চার বোনের মধ্যে তিনি বড়। গরিব পরিবারের সন্তান হাজী ইসমাইল পাকিস্তান আমলে এসএসসি পাস করে পালিয়ে ঢাকায় যান। ঢাকার বকশীবাজারের বুলবুল হাজী নামের এক ব্যবসায়ীর সঙ্গে পরিচিত হয়ে ওই দোকানে চাকরি শুরু করেন। সে থেকে দিনে দিনে তিনি হয়ে ওঠেন দুটি ফ্যাক্টরির মালিক। চকবাজারেও তার একটি প্লাস্টিকের দোকান ছিল। ঘটনার দিন ওই প্রতিষ্ঠানেই তিনি বসেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আঙুল জোড়া লাগা ইসমাইলকে খুঁজছেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ