Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অগ্নিকাণ্ডের দায়ভার সরকারকেই নিতে হবে

বাংলাদেশ জনসেবা আন্দোলন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতী ফখরুল ইসলাম ও দলের মহাসচিব ইয়ামিন হোসাইন আজমী একযুক্ত বিবৃতিতে চকবাজারের অগ্নিকান্ডে নিহতদের প্রতি শোক প্রকারশ করে বলেন, অপরিকল্পিত নগরীই এর জন্য দায়ী। আর নগর অপরিকল্পীত হওয়ার দায় সরকারের ঘাড়েই বর্তাবে। সরকারকেই নিতে হবে এর দায়ভার। বিবৃতিতে বলা হয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রি ওবায়দুল কাদের বলেছেন চকবাজারের ঘটনা থেকে শিক্ষা পেয়েছি ব্যবস্থা হবে। জাতির জিজ্ঞাসা শিক্ষা এখন কেন পেলেন পূর্ববর্তী নিমতলির ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা থেকে শিক্ষা কেন নেননি? তাই বাংলাদেশ জনসেবা আন্দোলন জনগণের পক্ষ থেকে ৭দফা দাবি পেশ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ডের দায়ভার সরকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ