Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাইকেল জ্যাকসনের চুক্তি ভঙ্গে ১০ কোটি টাকার মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৫৭ পিএম | আপডেট : ৪:০৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

টেলিভিশন চ্যানেল এইচবিওর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের দায়ে ১০ কোটি টাকার মামলা করেছেন মাইকেল জ্যাকসনের তত্ত্বাবধায়কেরা। পপ গায়ক মাইকেল জ্যাকসনের দুই শিশুর যৌন হয়রানির ঘটনা নিয়েই প্রামাণ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’ নির্মাণ করেছে এইচবিও। জ্যাকসন তত্ত্বাবধায়কদের দাবি, বহু বছর আগে মীমাংসিত মিথ্যে এ ঘটনাটিকে পুনরায় সামনে নিয়ে এসে চ্যানেলটি জ্যাকসনের সঙ্গে চুক্তি ভেঙেছে।
১৯৯২ সালে ‘বুখারেস্ট: দ্য ডেঞ্জারাস ট্যুর’ কনসার্টটি প্রচারের আগে এইচবিওর সঙ্গে মাইকেল জ্যাকসনের চুক্তি হয়। চুক্তির একটি ধারা ভেঙে এইচবিও জ্যাকসনকে নিয়ে বিতর্কিত এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ ও প্রচার করতে যাচ্ছে।
গত মাসের ২৫ তারিখ সানড্যান্স চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। জ্যাকসনের তত্ত্বাবধায়কেরা ৫৩ পৃষ্ঠার অভিযোগপত্রে উল্লেখ করেন, তথ্যচিত্রটি অপপ্রারমূলক ও একপেশে। এক পক্ষের বক্তব্যের ভিত্তিতে নির্মিত এ তথ্যচিত্র শিল্পীর সম্মানহানির উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছে।
এমনকি কোনো সত্যতাও নিশ্চিত করা হয়নি। মামলার সালিসির জন্য এইচবিওকে প্রায় ১০ কোটি টাকা খরচ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইকেল জ্যাকসন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ