ঈশ্বরগঞ্জে অবৈধভাবে মাটি খনন করায় ৭৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে একতা ব্রিকসের মালিক কাইয়ূম আজাদ খালেক নামের
সিলেট অফিস : সিলেটের বাউটিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাউটিবিলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছে- কোম্পানীগঞ্জের খয়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৪), একই গ্রামের সোবহান খানের ছেলে সেলিম (১৫) এবং নুরুল ইসলামের ছেলে হোসেন খান (১৫)। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিলে মাছ ধরতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।