Inqilab Logo

রোববার, ১৪ আগস্ট ২০২২, ৩০ শ্রাবণ ১৪২৯, ১৫ মুহাররম ১৪৪৪
শিরোনাম

সংসদের বাজেট অধিবেশন বসছে ১ জুন

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন ১ জুন বিকেল ৫টায় বসবে। গতকাল রোববার প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মো. আবদুল হালিম মুন্সী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুন ২০১৬ বুধবার বিকেল ৫টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন আহ্বান করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১ জুন থেকে শুরু হতে যাওয়া অধিবেশনেই ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসদের বাজেট অধিবেশন বসছে ১ জুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ