Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাল বলিউডের চারটি ফিল্ম মুক্তি পাচ্ছে

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

আগামীকাল বলিউডের ‘লুকা ছুপ্পি’, ‘সোনচিড়িয়া’, ‘গুপি গাওয়াইয়া বাঘা বাজাইয়া’ এবং ‘সেটার্স’ ফিল্ম চারটি মুক্তি পাচ্ছে। ‘লুকা ছুপ্পি’ মুক্তি পা”েছ ম্যাডক ফিল।মসের ব্যানারে। রোমান্স ড্রামাটি প্রযোজনা করেছেন দীনেশ বিজন। ল²ণ উটেকারের পরিচালনায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কৃতি সানোন, অপরশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠি, বিনয় পাঠক এবং অতুল শ্রীবাস্তব। সঙ্গীত পরিচালনা করেছেন তনিষ্ক বাগচী, হোয়াইট নয়েস, অভিজিত ভাগানি, দিলীপ সেন, সমীর সেন এবং টোনি কাক্কার। আরএসভিপি এবং ম্যাকগাফিন পিকচার্সের ব্যানারে ড্রামা ফিল্ম ‘সোনচিড়িয়া’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন রনি স্ক্রুভালা। অভিষেক চৌবের পরিচালনায় অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, ভূমি পেদনেকার, মনোজ বাজপেয়ি, রণবীর শোরে এবং আশুতোষ রানা। সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। ড্রামা ফিল্ম ‘সেটার্স’ মুক্তি পা”েছ লাভলি ফিল্মস প্রডাকশনের ব্যানারে। অশ্বিনী চৌধারির পরিচালনায় অভিনয় করেছেন আফতাব শিবদাসানি, শ্রেয়াস তালপাড়ে, সোনালি শেরগিল, ঈশিতা দত্ত, পবন মালহোত্রা, মনু ঋষি চাদা, বিজয় রাজ এবং জামিল খান।শিশুতোষ এনিমেটেড ফিল্ম ‘গুপি গাওয়াইয়া বাঘা বাজাইয়া’ পরিচালনা করেছেন শিল্পা রানাড়ে; ভয়েস দিয়েছেন মনীষ ভভন, রাজিব রাজ, শৈলেন্দ্র পাণ্ডে এবং শাহনেওয়াজ প্রধান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউডের ফিল্ম মুক্তি পাচ্ছে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ