Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্টেজ শো নিয়ে ব্যস্ত নোলক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১১ এএম

বেশ কিছু দিন হলো নতুন গানে পাওয়া যাচ্ছেনা কন্ঠশিল্পী নোলককে। তবে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামী ৪ মার্চ নন্দন পার্কে, ৭ মার্চ আশুলিয়ায়, ৮ ও ১৪ মার্চ গাজীপুরে, ১৫ মার্চ জামালপুরে এবং ২০ মার্চ সিলেটে স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন নোলক। নোলক বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে এখন স্টেজ শো নিয়েই বেশ ব্যস্ত সময় কাটছে। পাশাপাশি নিজের জন্য নতুন মৌলিক গান করারও পরিকল্পনা করছি। এখন পর্যন্ত আমার দুই শত মৌলিক গান প্রকাশিত হয়েছে। কিন্তু আরো ভালো ভালো কিছু মৌলিক গান করতে চাই আমি। নোলক জানান, এরইমধ্যে নতুন একটি অ্যালবামের পরিকল্পনা করেছেন তিনি। শওকত আলী ইমনের সুর সঙ্গীতে তিনি নতুন অ্যালবামের কাজে হাত দিবেন শিগগিরই। এদিকে ‘আষাঢ় শ্রাবণ’ নামক একটি সিনেমায় দুটো গানে প্লে-ব্যাক করেছেন নোলক। বর্তমানে সিনেমাটির শুটিং-এর কাজ চলছে। নোলকের গাওয়া সর্বশেষ মৌলিক গান ছিলো ‘ভালোবাসি শুধু তোমায়’। গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন জুয়েল বাপ্পী। গত বছরের শেষপ্রান্তে গানটি ইউটিউবে প্রকাশিত হয়। এখন পর্যন্ত আটটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে নোলকের। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘সে যে কন্যা ভালো’, ‘দু’চোখের কান্দন’, ‘আনন্দ দিন’, ‘আমার আকাশ’, ‘মাটির তারা’ ইত্যাদি। এখন পর্যন্ত প্রায় বিশটি মিক্সড অ্যালবামে কন্ঠ দিয়েছেন নোলক। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো দিয়ে অতি সাধারণ ঘরের সন্তান নোলকের আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে অভিষেক হয় সঙ্গীতাঙ্গণে। ‘ওরে সাম্পানওয়ালা’ সিনেমায় নোলক প্রথম প্লে-ব্যাক করেন। নোলকের স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস মৌ। দুই ছেলের আদর ও আদিয়াতকে নিয়েই নোলক মৌ’র সুখের সংসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টেজ শো নিয়ে ব্যস্ত নোলক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ