Inqilab Logo

ঢাকা, সোমবার, ২১ অক্টোবর ২০১৯, ০৫ কার্তিক ১৪২৬, ২১ সফর ১৪৪১ হিজরী

শিবগঞ্জে ৫ বছরের শিশু সন্তানের লাশ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ৭:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাধানগর ছিয়াত্তরবিঘি এলাকা থেকে ৫ বছরের এক ছেলে সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই শিশু হল- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তরবিঘির মো. নুরু আলীর ছেলে ওমর ফারুক। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ৫ বছরের ছেলেকে নিজ বাড়ির টিউবওয়েলের কাছে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ আরও জানায়, মৃত অবস্থায় ওই শিশুর বাম হাতে রুটি ও ডান হাতে পানি মগ ছিল। প্রাথমিকভাবে পুলিশ ও এলাকাবাসী ধারণা করচ্ছে- গলায় রুটি আটকে যাবার ফলে মারা যেতে পারে। তবে বেশ কয়েকদিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছিল। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস মৃধা জানান, ওই শিশুর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন