Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিজেকে একজন দক্ষ অভিনেত্রীতে পরিণত করতে চাই -আফ্রি সেলিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

অভিনয়ে ব্যস্ততা বাড়ছে ছোটপর্দার এই সময়ের চাহিদাসম্পন্ন অভিনেত্রী আফ্রি সেলিনার। গত ভালোবাসা দিবসে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে নিজেকে আলোচনায় আনতে পেরেছেন। অর্ক পরিচালিত ভালোবাসা দিবসের বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরকুট’-এ অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। এই চলচ্চিত্রে তার সহশিল্পী ছিলেন এফ এস নাঈম। ইউটিউবে ‘চিরকুট’ প্রকাশের পর দু’জনের অভিনয় বেশ প্রশংসিত হয়। এছাড়াও ইভান মনোয়ারের নির্দেশনায় ‘শনিবারের চোর’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হন আফ্রি সেলিনা। ভালোবাসা দিবস উপলক্ষ্যে শহীদ ও শুভমিতা’র মিউজিক্যাল ফিল্ম ‘পত্র মিতা’তেও দেখা গেছে আফ্রি সেলিনাকে। এর পাশাপাশি আসিফ আকবরের ‘ভালোবাসি জানটা’ গানেও তার গ্ল্যামারাস উপস্থিতি শ্রোতা দর্শককে মুগ্ধ করে। তার এসব কাজের কারণে নির্মাতাদেরও তার প্রতি আগ্রহ বাড়ছে। আফ্রি বলেন, আমি এখন পেশাদার অভিনেত্রী। অভিনয়ের বাইরে আপাতত আর কোনকিছু নিয়ে ভাবছি না। আফ্রি জানান, এরইমধ্যে তিনি সাম্প্রতিক একটি জুয়েলার্স কেলেঙ্কারি ঘটনাকে কেন্দ্র করে ইভান মনোয়ারের নির্দেশনায় ‘রেড স্টোরি’ নামক একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি শিগগিরই নাগরিক টিভিতে প্রচার হবে। তিনি বলেন, ‘একটু একটু করে নিজেকে অভিনয়ে ব্যস্ত করে তুলতে পেরেছি, এটাই আমার প্রাপ্তি। এখন বেশ ভালো ভালো কাজ করছি। হোক সেটা নাটক, শর্টফিল্ম কিংবা মিউজিক ভিডিও। তবে আমি সত্যিকার অর্থেই একজন ভালো অভিনেত্রী হতে চাই। অভিনয়ের পথচলায় আমি জয়া আপার আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি। সবার সহযোগিতায় নিজেকে একজন দক্ষ অভিনেত্রীতে পরিণত করতে চাই।’ আফ্রি সেলিনার জন্ম দিল্লীতে হলেও পাঁচ বছর বয়সে তিনি বাংলাদেশে চলে আসেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে নাঈম তালুকদারের ‘অন্যপথ’। অনন্য মামুন নির্দেশিত আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘রোমান্স’ চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ইদ্রিস হায়দার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘নীল ফড়িং’র কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী আফ্রি সেলিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ