Inqilab Logo

ঢাকা, রবিবার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭, ১৮ যিলহজ ১৪৪১ হিজরী

আফগানিস্তানে বন্যায় নিহত ২০

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আফগানিস্তানে আকস্মিক বন্যায় শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে এই বন্যায় ডু্বে গেছে অন্তত দুই হাজার বাড়ি। শনিবার জাতিসংঘের মানবিকা সহায়তা সমন্বয়ক বিষয়ক সংস্থা-ওসিএইচএ এই তথ্য জানায়। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শুক্রবার কান্দাহার শহর ও আরও ছয়টি জেলায় ভারি বৃষ্টিপাত হয়েছে। এখন শিশুসহ ১০ জন নিখোঁজ রয়েছে। দেশটির সরকার জানিয়েছে, আকস্মিক এই বন্যায় হেরাত প্রদেশে শতশত বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কান্দাহারের নিরাপদ জায়গায় আনা হয়েছে। এরমদ্যে রয়েছে স্কুল, মসজিদ ও সরকারি ভবন। জাতিসংঘের সংস্থাটি জানায়, যাযাবর কোচি স¤প্রদায়ের প্রায় ৫০০ লোক নদীর তীরে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছেন। তাদের জরুরি সহায়তা দরকার। আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সিনিয়র কর্মকর্তা বলেন, পাহাড়ি রাস্তা, ভারী তুষারপাত ও যোগাযোগ ব্যবস্থার অভাবে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো কঠিন হচ্ছে। রয়টার্স, এএফপি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তানে বন্যায় নিহত
আরও পড়ুন