মার্কিন প্রেসিডেন্টের প্রথম ১০০ দিন কেন গুরুত্বপূর্ণ

নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরে প্রথম ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন
ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতিবেদনে গাজায় ইসরাইলি হত্যাকাণ্ডের যুদ্ধাপরাধের শামিল হিসেবে উল্লেখ করার পর ব্রিটিশ সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। জেরেমি করবিননিজের টুইটার অ্যাকাউন্টে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ওই প্রতিবেদন নিয়ে দ্য গার্ডিয়ানের একটি খবর শেয়ার করেন করবিন। এতে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত করার যে ঘটনা ঘটছে তার নিন্দা জানাতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান এ লেবার নেতা। টুইটারে দেওয়া পোস্টে জেরেমি করবিন বলেন, ‘জাতিসংঘ বলেছে যে, গাজায় শিশু, প্যারামেডিক ও সাংবাদিকসহ বিক্ষোভকারীদের ওপর ইসরাইলের হত্যাযজ্ঞের ফলে ‘যুদ্ধাপরাধ’ বা ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটিত হয়ে থাকতে পারে। উল্লেখ্য, এ সপ্তাহের গোড়ার দিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ৩০ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গাজা সীমান্তে বিক্ষোভকালে ১৮৯ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। এ হত্যাযজ্ঞ যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইলি বাহিনী যাদের হত্যা করেছে কিংবা জখম করেছে তারা কারও জন্য মারাত্মক কোনও হুমকি ছিল না। এমনকি সরাসরি কোনও সংঘর্ষের সঙ্গেও তারা যুক্ত ছিল না। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।