Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরির দাবীতে কোটবাজারে অবস্থান কর্মসূচী পালন

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১১:০৭ এএম
রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দাবী এনজিওগুলো তোয়াক্কা না করায় “অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার” উদ্যোগে ৪ মার্চ সোমবার সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান ও প্রতিরোধ কর্মসূচী পালিত হয়েছে।
এসময় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোটবাজার চৌরাস্তার মাথায় কাপনের কাপড় পরে অবস্থান নেন চাকরি বঞ্চিত শত শত বেকার যুবকরা। তাদের সমর্থনে উখিয়ার হাজার হাজার জনতাও রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন। কর্মসূচি পালনকালে রাস্তার ধারে হাজার হাজার যানবাহন আটকে পড়ে। 
এদিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধাপ্রধানের চেষ্টা করলে মৃধু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ও ঘটে। পরে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের আশ্বাসের ভিত্তিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে শান্তিপূর্ণ অবস্থান স্থগিত করার ঘোষনা করা হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ