Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ৬:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। এরা হচ্ছেন- আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) হাজী মহসীন আলী মিয়া। মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে অপর স্বতন্ত্র প্রার্থী মহসীন আলী কর্তৃক ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বলেন- তার কোন কর্মী মহসীন আলী মিয়ার মাইক্রোবাসের ওপর হামলা ভাঙচুর ও প্রার্থীসহ সমর্থককে লাঞ্চিত করেননি। অথচ মঙ্গলবার দুপুরে ভিত্তিহীন অভিযোগ এনে তার ভোট মাঠ খারাপ ও সুনাম ক্ষুন্ন করছেন। তিনি আরও বলেন- আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মহসীন আলী মিয়াকে দলকে বহিস্কারের দাবি জানান। এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ওয়ালিদ আহমেদ কমল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসুসহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এরআগে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন এলাকায় গণসংযোগকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী মহসীন আলী মিয়ার ওপর শারিরীকভাবে লাঞ্চিত ও তার ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মহসীন আলী মিয়া বলেন- সোমবার সন্ধ্যায় গণসংযোগের জন্য তিনিসহ ৮ জন সমর্থককে নিয়ে চককীর্তি বাজারে পৌঁছলে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় নৌকা প্রতিকের সমর্থকরা। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান হিটুল, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সুমন আলী ও খাদেমুল ইসলাম রনিসহ অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ