Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্রাইস্টচার্চেও হুমকি উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন কেন উইলিয়ামসন। তার অপরাজিত ইনিংসে ভর করেই রানের পাহাড়ে চড়েছিলো নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো এই ব্যাটসম্যানকে দ্বিতীয় টেস্টেও দেখা যেতে পারে একই ভূমিকায়। শিষ্যকে প্রশংসায় ভাসিয়ে বাংলাদেশকে তেমন সতর্ক বার্তাই দিলেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।
বাংলাদেশের বিপক্ষে দারুণ ইনিংসের পর আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসন, গড়েছেন ইতিহাস। নিউজিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট স্পর্শ করেছেন। শুধু তাই নয়, দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখন তার। ২০০ রানে অপরাজিত ইনিংস খেলা এই ব্যাটসম্যানের অর্জন এখন ৯১৫ পয়েন্ট। তিনি পেছনে ফেলেছেন রিচার্ড হ্যাডলিকে (৯০৯)।


ওয়েলিংটনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে স্টিড শিষ্যের প্রশংসা করেই বললেন, ‘আমার মনে হয় না এটা বিস্মিত হওয়ার মতো কোনও খবর। আমরা ভালো করেই জানি ও কতটুকু ভালো একজন খেলোয়াড়। আর এমনটি সে খুব তরুণ থাকতে থাকতেই করে ফেললো।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন কেন উইলিয়ামসন। কোচের প্রত্যাশা হ্যামিল্টনের পর ওয়েলিংটনেও তাকে দেখা যাবে এমন রূপে, ‘সিরিজে সেই আমাদের নাম্বার ওয়ান। আশা করছি সে এই ধারাবাহিকতা ধরে রাখবে।’
হ্যামিল্টনে জয় পাওয়ার পর তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। স্টেডের মতে, তার দল প্রথম টেস্টে ইনিংসে জয়ের পর বেশ আত্মবিশ্বাসী। তাই জয়ের প্রত্যাশা থাকবে দ্বিতীয় টেস্টেও, ‘ছেলেরা খুব আত্মবিশ্বাসী। তবে এটা মাথায় রাখতে হবে এটা অন্য একটা টেস্ট ম্যাচ, শূন্য থেকে শুরু করতে হবে। ছেলেরা যেহেতু দারুণ খেলেছে, সেটা প্রেরণা দেওয়ার মতোই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রাইস্টচার্চে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ