Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পেনশনে ফিরিয়ে আনা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বার্ষিক ইনক্রিমেন্ট এবং পেনশনের বার্ষিক ইনক্রিমেন্ট শিরোনামে যথাক্রমে ২৮.৭.১৮ এবং ১৬.৮.১৮ তারিখে এক দৈনিক পত্রিকায় প্রকাশিত ওয়াহিদুল ইসলাম আখন্দের চিঠি আমার দৃষ্টিগোচর হয়েছে। চিঠির সারকথা যে, শতভাগ পেনশন সমর্পণকারীরা উৎসব ভাতায় ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাবেন না (অর্থ মন্ত্রণালয়ের ১৬.১১.১৭ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী)। কিন্তু শেখ হাসিনার সরকার রোগগ্রস্ত, ন্যুব্জদেহ, অর্থকষ্টে পতিত অসহায় বৃদ্ধদের মানবিক কারণে আর্থিক সুরক্ষা দিতে উৎসব ভাতায় ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট প্রদান করেছে, যা চালু হওয়ার দ্বিতীয় বছর থেকে আমরা পেয়েছি। ওয়াহিদুল ইসলাম আখন্দের পেনশনে ফিরিয়ে আনা’ শিরোনামের আরেকটি চিঠিতে প্রকাশিত যে, অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২৯.১১.১৭ তারিখে ১০ সদস্যের গঠিত কমিটি শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশনে পুনঃস্থাপনের উদ্দেশ্যে প্রণীত সুপারিশ কর্তৃপক্ষের কাছে পেশ করেছে। ‘কিন্তু কমিটি পেনশনে ফিরিয়ে আনা বয়সভিত্তিক (৬৫-৭০ বছর) অথবা অবসরের পর একটি নির্দিষ্ট সময় ১০-১২ বছর পর- এর মধ্যে কোনটি সুপারিশ করেছে তা জানা যায়নি।’ এ ক্ষেত্রে আমাদের আবেদন, যে সুপারিশে সর্বোচ্চ বেনিফিট আসবে তা-ই কার্যকর করা হোক। পরিশেষে প্রধানমন্ত্রী এ অসহায় বৃদ্ধদের পেনশন পুনঃস্থাপনে আশু ব্যবস্থা নেবেন, এটাই কাম্য।
মো. আব্দুর রশীদ
অবসরপ্রাপ্ত অধ্যাপক
বেগম রোকেয়া সরকারি কলেজ, রংপুর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন