রাজাপুরে বঙ্গোপসাগরের নিম্নচাপ ও ভারিবর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার ৫৪ টি গ্রাম সহ রাজাপুর উপজেলা শহরের বাগানবাড়িতে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরে
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ’র (প্রসিত গ্রুপ) আঞ্চলিক কমান্ডার গভীন চাকমাকে (৪৩) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বঙ্গলতলী ইউনিয়ননের বি ব্লকের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়।
সাজেক থানার ওসি এমএ মঞ্জুর জানান, সাজেকের একটি দোকানের সামনে সাংগঠনিক কাজ করছিলেন গভীন চাকমা। এসময় ৫-৬ জন সন্ত্রাসী তাকে প্রকাশ্যে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন গভীন চাকমা। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।