Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে গান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ৪:০৬ পিএম

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে। গানটি বুধবার (৬ মার্চ) লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।
গানটির কথা ও সুরারোপ করেছেন নয়ন রাজা। এতে কণ্ঠ দিয়েছেন আর জে নয়ন। এর সঙ্গীতায়োজন করেছেন বাসুদেব ঘোষ।
এ প্রসঙ্গে গীতিকবি নয়ন বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। ইউনেসকোর ওয়েবসাইটে দেওয়া একটি তালিকায় এ তথ্য প্রকাশ পায়। গানটির তখনই লিখেছিলাম। এখন আপাতত গানটি লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করেছি। সামনে এর মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণের নির্মাণের ইচ্ছে আছে।
তিনি আরও জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এই বিষয়টিই গানটির বিষয়বস্তু। গানটি সকলের কাছে ভালো লাগবে বলেও জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ