Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্রীড়ায় অবদান রাখতে নারীরাও পারে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ৯:৫৬ পিএম

‘আমরা নারী হলেও পড়ালেখার পাশাপাশি সব কিছুই করতে পারি। অবদান রাখতে পারি দেশের ক্রীড়াক্ষেত্রে।, বৃহস্পতিবার কথাগুলো বলেন স্কুল কাবাডি প্রতিযোগিতার বাছাইকৃতদের নিয়ে দীর্ঘ মেয়াদী অনুশীলনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সুরাইয়া ইসলাম।

সুরাইয়ার কথায়, ‘আমি যখন প্রথম শ্রেনীতে পড়ি, তখন কিছু কিছু আপুদের খেলায় অংশ নিতে দেখতাম। আমাদের স্কুলে কাবাডি খেলা হতো। সেখানেও দেখেছি বড় আপুদের খেলতে। তখন থেকেই আগ্রহ জন্মে খেলাধূলার প্রতি। সপ্তম শ্রেণীতে উঠার পর একদিন বাবাকে বললাম, আমি খেলতে চাই। বাবা আমাকে জিজ্ঞেস করলেন, পড়ালেখা করে বিকেলে খেলতে পারবে? আমি কোন কিছু না ভেবেই হ্যাঁ সূচক উত্তর দিলাম। আমাকে আর কোন প্রশ্ন করেননি বাবা। এরপর চলে এলাম কাবাডিতে।’ সুরাইয়া যোগ করেন, ‘আমাদের সমাজে এখনো নারীদের অবলা দৃষ্টিতে দেখা হয়। আমি যখন কাবাডির পোষাক পড়ে বের হই, তখন অন্যরকম দৃষ্টিতে দেখেন সবাই। অনেকে আবার সমালোচনাও করেন। আমার খুব খারাপ লাগে। এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাহলেই আমাদের দেশের নারীরা ক্রীড়ায় আরো এগিয়ে যাবে।’

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্রি নুসরাত জাহান এশা। এক সময় তায়কোয়ান্ডো খেলেছেন। নৌবাহিনীর হয়ে তলোয়াড় হাতে ফেন্সিংও খেলেন। এবার তিনি খেলছেন কাবাডি। নিজেকে ফিট রাখতেই কাবাডিতে এসেছেন বলে জানান এশা। সমাজে নারীদের প্রতি পুরুষদের দৃষ্টি পাল্টাতে হবে- নারী দিবসে এটাই তার চাওয়া। এশা বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গণে আমি দু’বছর ধরে রয়েছি। এখানেও নারী পুরুষদের ভিন্নতা চোখে পড়েছে। আমার মনে হয়, নারী-পুরুষের অধিকার সমান করলেই আমাদের ক্রীড়াঙ্গণও পাল্টে যাবে। এখন ক্রীড়াঙ্গণে উল্লেখযোগ্য সংখ্যক নারী রয়েছেন। আমি একটা কথাই বলবো, আমরা নারী আমারও সব পারি। ক্রীড়ায় অবদান রাখতে পারে নারীরাও।’ ক্যাম্প কমান্ডার আরিফ মিহির বলেন, ‘ক্যাম্পে সকালের সেশনে ৩৫ জন বাছাইকৃত বালকও আসে। কিন্তু পুরুষদের তুলনায় খেলার প্রতি মেয়েরাও অনেক মনযোগী। সময় মতো ওরা আসে। যতক্ষণ থাকে মনযোগদিয়ে অনুশীলন করে। আমারও মনে হয়, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান অধিকার থাকা উচিত ক্রীড়াঙ্গণসহ সবক্ষেত্রে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রীড়ায় নারী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ