খুলনায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে ফেসবুকে অশ্লীল কমেন্ট : যুবক গ্রেফতার
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মিজানুর রহমান মিজান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় নগরীর ভুতের গলি থেকে
বাগেরহাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চার যাত্রী।
শুক্রবার ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহ.) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গরীব উল্লাহ (৪০) ও কিবরিয়া (২২)।
আহতরা হলেন- বছির (৪০), আমিরুল ইসলাম (৪০), রাসেল (২৫) এবং আরিফুল (২২)।
আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামে।
তারা কুষ্টিয়ার গড়াই পরিবহনের একটি বাসে ষাট গম্বুজ, খানজাহান আলী (রহ.) মাজার ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশে বাগেরহাট আসছিলেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।