বিভাগের ১০ জেলার মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনাতে

খুলনা বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫২২। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা জেলায়। স্বাস্থ্য
যশোর ৪৯ বিজিবি টহল দল বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার নতুন হাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, ফেব্রিক্স, ইমিটেশন, প্রসাধনী ও পোশাক সামগ্রী আটক করেছে। যার আনুমানিক মূল্য ১,১৯,৫৪,৬০০/- (এক কোটি উনিশ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত) টাকা।
বিজিবি’র যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা শুক্রবার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে একটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যশোরের নতুন হাট এলাকা হতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, ফেব্রিক্স, ইমিটেশন, প্রসাধনী ও পোশাক সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামাল যশোর কাস্টমস্ এ জমা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।