Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পঞ্চগড়ে ভোটারদের উপস্থিতি কম

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১১:৪২ এএম

পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পঞ্চম ধাপে প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। পাঁচ উপজেলায় ভোটার সংখ্যা ৭ লক্ষ ১৪ হাজার ১২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৫৭ হাজার ৬৫৮, নারী ভোটার ৩ লক্ষ ৫৬ হাজার ৪৬৮ জন।

সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি কম। এই জেলার মোট চারটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোদা উপজেলায় নির্বাচিত হন ফারুক আহমেদ টবি। তাই এই উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ