খুলনার আড়ংঘাটায় ট্রাকচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় ট্রাক চাপা পড়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঘেধরা গ্রামে খড়িয়া নদীতে ডুবে বৃদ্ধ শরাফ উদ্দিনের মৃত্যু হয়েছে। রবিবার তার লাশ পুলিশ উদ্ধার করে নিয়ে আসে।
শরাফ উদ্দিনের ছেলে আহাম্মদ আলী (৩০) জানান, তার পিতা মানসিক রোগী। গত ১ মাস যাবৎ ভাইটকান্দি গ্রামে ফুফু আয়মন নেছার (৮২) বাড়িতে থাকিত। সেখান থেকে শনিবার দুপুরে বের হন। এর পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। রবিবার সকাল ১১ টার দিকে স্থানীয় লোকজন বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে খড়িয়া নদীতে লাশ দেখে তাদের খবর দেয়। খবর পেয়ে সাথে সাথে গিয়ে নদীর পানিতে পিতা শরাফ উদ্দিনের (৮০) লাশ দেখতে পায়। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।