Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিনটি রেস্টুরেন্টকে জরিমানা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন রেস্টুরেন্টকে জরিমানা করেছেন সিলেট ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার দুপুরে নগরীর দরগাহ গেইট রোডে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে জাফরান রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ভোজন রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা ও এলাহী রেস্টুরেন্টকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা সব খাবার ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া বলেন, সিলেটে মাজার জিয়ারত করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো লোক আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ