Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্ক থেকে তিন জার্মান সাংবাদিক বহিষ্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

জার্মানির তিন সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ওই সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। পাশাপাশি ১০ দিনের মধ্যে তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রথম তুরস্ক আনুষ্ঠানিকভাবে কোনও বিদেশি সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড দিতে অস্বীকৃতি জানালো বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই সাংবাদিক রবিবারই তুরস্ক ছেড়েছেন। আর অপরজন আগে থেকেই জার্মানিতে অবস্থান করছিলেন। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে জার্মানির সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস তুরস্কের এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে বেশ কিছু তুর্কি সাংবাদিক দেশটির কারাগারে রয়েছেন। বিরোধী সংবাদপত্র কামহুরিয়েতের কর্মীদেরকে সন্ত্রাসবাদের অভিযোগে কারাদন্ড দেওয়া হয়েছে। তুরস্কে সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে উদ্বেগ চলার মধ্যে তিন জার্মান সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড নবায়ন করতে অস্বীকৃতি জানানো হয়। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করেই তাদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। তিন জার্মান সাংবাদিক হলেন, থমাস সিবার্ট (তাগেসপিগেল), জর্গ ব্রাসে (জেডডিএফ ব্যুরো প্রধান), হালির গুলবেয়াজ (এনডিআর টিভির সাংবাদিক)। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, ‘সমালোচনামূলক সংবাদমাধ্যম ছাড়া মুক্ত গণতন্ত্র টিকে থাকতে পারে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ