Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আমিন ধ্বনিতে শেষ হলো ফান্দাউক দরবারের মাহফিল

ফান্দাউক দরবার শরীফ থেকে সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর হযরত শাহসূফী আলহাজ সৈয়দ আব্দুস সাত্তার (রহ.) এবং পীর হযরত শাহসূফী আলহাজ সৈয়দ নাসিরুল হক মাছুম (রহঃ) পবিত্র ইসালে সাওয়াব উপলক্ষে বার্ষিক দুই দিন ব্যাপী ফান্দাউকের সভা লাখ লাখ মুসলমানদের আমীন আমীন ধ্বনির মধ্য দিয়ে বাদ ফজর শেষ হয়েছে। গত ৮ মার্চ বাদ জুমা পবিত্র ফাতেহা শরীফ পাঠ করার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে ১০ মার্চ বাদ ফজর শেষ হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের বর্তমান পীর আলহাজ মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হোসাইনী। দুই ব্যাপী মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন দরবারের পীরজাদা আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা আলহাজ মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী, পীরজাদা আলহাজ মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী। মাওলানা সৈয়দ আশরাফুল হোসাইন শামীমের সঞ্চালনায় দুই দিন ব্যাপী মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত করেন অত্র দরবারের হাফেজ আলহাজ হাফেজ মো. ফয়েজ মোল্লা, নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মোজাদ্দেদীয়া শিল্পী গোষ্ঠীর অন্যতম নাত শিল্পী হাফেজ মো. জহিরুল ইসলাম মাছুমী। উদ্বোধনী মিলাদ শরীফ পরিচালনা করেন পীরজাদা মাওলানা সৈয়দ বাহাউদ্দীন খোকন। প্রথমদিন মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরের বর্তমান এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, বতমান উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার মনির, পীরজাদা শাহ মোহাম্মদ মাসুদ। প্রথম দিন আলোচনা করেন মুফতি ড. আনোয়ার হোসাইন সাইফী, হাফেজ তুফাজ্জল হোসাইন ভৈরবী, মুফতি জহিরুল ইসলাম ফরিদী, মাওলানা কামাল উদ্দিন আনসারী, মাওলানা সৈয়দ জাকারিয়া আহমাদ আল-হোসাইনী, মুফতি মোযযাম্মিল হক মাছুমী, মাওলানা আবুল ফজল। ২য় দিন আলোচনা করেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আল্লামা কবি রুহুল আমিন খান, বাংলাদেশ জামিয়াতুল মুদার্রেছীনের সহ-সভাপতি ও মৌকারা দরবার শরীফের পীর আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ নেছারুদ্দীন ওয়ালীউল্লাহী, সোনাকান্দা দরবারের পীর আলহাজ মাওলানা হাফেজ হোসাইন আহমাদ হানাফি, মুফতি ওসমান গনি ছালেহী, মাওলানা হাফেজ নেছার উদ্দিন ফেনী, মাওলানা মোশাররফ হোসেন হেলালী, মুফতি শাহআলম মাছুমী প্রমুখ। উল্লেখ্য এবছর অত্র দরবারের প্রতিষ্ঠিত ফান্দাউক মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসার ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়। রোববার বাদ ফজর মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত ঘোষণা করেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হোসাইনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফান্দাউক দরবারের মাহফিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ