Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৃথা গেল আল-আমিনের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ৮:১৪ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ছুড়ে দেওয়া তিনশোর্ধো রানের পাহাড় ৫ উইকেট হাতে রেখে টপকে যায় দোলেশ্বর। শেষ ওভারে গড়ানো ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারায় রাকিবুলের মোহামেডান। দিনের অপর ম্যাচে বিকেএসপিকে ৪ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
সাভারে আল-আমিনের শতক ও সুদিপ চ্যাটার্জির ফিফটির উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০১ রানের সংগ্রহ গড়ে প্রাইম ব্যাংক। কিন্তু আল-আমিনের ৯৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় গড়া ১১১ রানের ইনিংসটি ম্লান হয়ে যায় সাইফ হাসান, মার্শাল আয়ুব ও সাদ নাসিমের ফিফটিতে। ৪৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলা সাদ জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।
এদিকে মিরপুরে খেলাঘরের দেওয়া ২২৬ রানের লক্ষ্যে শেষ ওভার পর্যন্ত ব্যাট করতে হয় মোহামেডানকে। আশরাফুল ইসলাম (১০) এদিনও ছিলেন ব্যর্থ। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। তবে প্রথম ম্যাচের মত এদিনও দলের হাল ধরেন দলপতি রাকিবুল ইসলাম। তার অপরাজিত ৮৮ বলে ৮৪ রানের উপর ভর করেই জয় পায় মোহামেডান। এর আগে সোহাগ গাজী, কাজি অনিক ও আলাউদ্দিন বাবুদের বোলিং আক্রমণে ১৫ বল বাকি থাকতে ২২৫ রানে গুটিয়ে যায় খেলাঘর।
ওদিকে ফতুল্লার ম্যাচেও গাজী গ্রুপ জয় পেয়েছে শেষ ওভারে গিয়ে। বিকেএসপির ছুড়ে দেওয়া আড়াইশ রানের লক্ষ্যে ১৮৫ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় গাজী। কিন্তু অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটিতে সেই শঙ্কা উড়িয়ে দেন আবু হায়দার ও তৌহিদ তারেক। ৯৩ বলে অপরাজিত ৭৬ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ম্যাচসেরা তৌহিদ।

প্রাইম ব্যাঙক-প্রাইম দোলেশ্বর, সাভার
প্রাইম ব্যাংক : ৫০ ওভারে ৩০১/৮ (এনামুল ২৮, রুবেল ৪, সুদিপ ৫৭, আল আমিন জুনিয়র ১১১, জাকির ৩৬, আরিফুল ২৮, কাপালী ১২, নাজমুল ৫*, মনির ১; সানি ২/৩৪, রেজা ২/৪৩, এনামুল জুনিয়র ১/৪৫, মাহমুদুল ০/৩২, সৈকত ২/৪৬, নাসিম ০/৭৭, তাইবুর ০/২০)। প্রাইম দোলেশ্বর : ৪৮.২ ওভারে ৩০২/৫ (সাইফ ৮৫, সৈকত ৭, ফরহাদ ২৪, মার্শাল ৭৬, নাসিম ৬৪, রেজা ৩৫*, তাইবুর ৬*; আল আমিন ০/৫৩, মনির ২/৪৩, রাজ্জাক ০/৬৮, আরিফুল ২/৫১, রুবেল ০/৩২, কাপালী ১/৪৫, সুদিপ ০/১০)। ফল : প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা : সাদ নাসিম।

খেলাঘর-মোহামেডান, মিরপুর
খেলাঘর : ৪৭.৩ ওভারে ২২৫ (রবি ১৯, অঙ্কন ১০, অমিত ৩৭, ইফতেখার ৮৭, মেনারিয়া ২৬, নাজিম ১২, মইনুল ৩, মাসুম ১, রবিউল ৭, ইরফান ৪, তানভীর ০*; শফিউল ১/৩৩, আলাউদ্দিন ২/৪২, অনিক ২/১৯, সোহাগ ৩/৪১, বিপুল ০/৩৭, আশরাফুল ১/৪৪)। মোহামেডান : ৪৯.২ ওভারে ২২৮/৬ (অভিষেক ২৭, মজিদ ৪০, শুক্কুর ১৬, রকিবুল ৮৪*, আশরাফুল ১০, নাদিফ ৩৯, সোহাগ ৫, আলাউদ্দিন ২*; রবিউল ২/৪১, রবি ১/৩১, ইরফান ০/৫৫, তানভীর ২/৪১, মাসুম ১/৩৫, ইফতেখার ০/১০, মইনুল ০/১৪)। ফল : মোহামেডান ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা : রকিবুল হাসান।

বিকেএসপি-গাজী গ্রুপ, ফতুল্লা
বিকেএসপি : ৫০ ওভারে ২৪৭/৯ (রাতুল৩৪, জয় ৮৫, আমিনুল ৬৩*, শামিম ৪৪, আকবার ৩, পারভেজ ১, কাইয়ূম ৩, সুমন ১, মুকিদুল ২; রুয়েল ০/২৮, হায়দার ২/৪৬, মেহেদী ০/৪৭, রাব্বি ২/৫২, পারভেজ ০/৩৫, নাসুম ১/৩৫)। গাজী গ্রুপ : ৪৯.২ ওভারে ২৫২/৬ (রনি ১৫, ইমরুল ৪, মেহেদী ৭০, শামসুর ২৩, পারভেজ ১, তৌহিদ ৭৬*, শামসুল ১৫, হায়দার ৩২*; মুকিদুল ২/৫৬, নাসের ০/৪৭, সুমন ২১/৪১, কাইয়ূম ০/৩৭, মুরাদ ৩/৩২, শামিম ০/৩২)। ফল : গাজী গ্রুপ ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা : তৌহিদ তারেক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ