Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন রোধ’ শীর্ষক কর্মশালা

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম


কাউন্সিলরদের সাথে ডিএনসিসি
মেয়রের পরিচিতি সভা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলরদের সাথে মেয়র মো. আতিকুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা গতকাল বিকাল ৩টায় গুলশানস্থ নগরভবনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে প্রয়াত মেয়র আনিসুল হক, প্রয়াত প্যানেল মেয়র মো. ওসমান গণি এবং প্রয়াত ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ দোয়া করা হয়। পরে মেয়র স্বাগত বক্তব্যে বলেন, ‘আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ঢাকা শহর গড়তে এসেছি। আসুন আমরা সবাই মিলে জনগণের সেবক হই’। -প্রেস বিজ্ঞপ্তি

 


সম্প্রতি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বি এফ আইইউ) এর আয়োজনে রাজশাহীতে দিনব্যাপী “মানি লন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন রোধ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডাচ্-বাংলা ব্যাংক উক্ত কর্মশালায় লিড ব্যাংকের দায়িত্ব পালন করে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এফ আইইউ এর মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন চৌধুরী এবং সভাপতি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক এ.এফ.এম. শাহীনুল ইসলাম। -প্রেস বিজ্ঞপ্তি

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ