Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিমের সাথে আলোচনার কথা বলে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং-উনের সঙ্গে কথা বলতে চান রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি তাদের পারমাণবিক পরিকল্পনা নিয়ে কিমের সাথে আলোচনা করতে চাই। একই সাথে চীনের ওপর প্রচ- চাপ প্রয়োগ করার কথাও বলেন তিনি। গত মঙ্গলবার বার্তা সংস্থার সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তবে তার এই ঘোষণা ইতিমধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এদিকে বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যুক্তরাজ্যে সফরের কথা ভাবছেন ট্রাম্প। কূটনীতিকরা মনে করছেন, জুলাই মাসে রিপাবলিকান প্রার্থী হওয়ার পর ট্রাম্প যুক্তরাজ্যে যাবেন। অবশ্য পৃথক এক তথ্য থেকে জানা যায়, প্রেসিডেন্ট নির্বাচনের আগে নভেম্বর মাসে ট্রাম্প যুক্তরাজ্যে সফরে যেতে পারেন। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও লন্ডনের মেয়র ট্রাম্পের মুসলিম নিষিদ্ধ করার প্রস্তাবের কঠোর সমালোচনার জবাবে ডোনাল্ড ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হলে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক ভালো নাও থাকতে পারে যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প বলেন, তার (কিম জং-উন) সঙ্গে দেখা করতে কোনো সমস্যা থাকার কথা নয়। আমি তার সঙ্গে অবশ্যই কথা বলব। উত্তর কোরিয়া যাতে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয় সেজন্যই তিনি কিম জং উনের সঙ্গে কথা বলতে আগ্রহী বলে জানান ট্রাম্প। রিপাবলিকান দলের এই মনোনয়ন প্রত্যাশী একই সঙ্গে আরো জানান, উত্তর কোরিয়াকে তার পথ থেকে ফেরাতে তিনি চীনের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন। রয়টার্স,বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিমের সাথে আলোচনার কথা বলে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ