Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ০৫ ভাদ্র ১৪২৬, ১৮ যিলহজ ১৪৪০ হিজরী।

অজানা তথ্য ফাঁস করলেন অনুরাগের স্ত্রী কল্কি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ৬:৩৮ পিএম

২০০৮-এ ‘দেব ডি’ নির্মাণের সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১১-এ বিয়ে করেন তারা। কিন্তু ২০১৫-এ বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই জুটির। বলা হচ্ছে বলিউড অভিনেতা, প্রযোজক অনুরাগ কাশ্যপ এবং কল্কি কোচলিনের কথা। ২০১৩ থেকেই আলাদা থাকতেন কল্কি-অনুরাগ। সেই মর্মে তারা একটি নোটিস জারি করেন। সে সময় অনুরাগ বলেছিলেন, ‘আমি আর কল্কি আলাদা থাকছি। কিন্তু এখনই ডিভোর্স হচ্ছে না। আশা করি আমাদের ব্যক্তিগত জীবনকে সকলে সম্মান করবেন।’
আলাদা থাকার পরও সমস্যা মেটেনি। ২০১৫-এ বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কল্কি-অনুরাগের। সে সময় সুস্থ থাকতে নাকি মনস্তত্ত্বিক বিশেষজ্ঞ এর সাহায্য নিতে হয়েছিল কল্কিকে। এতদিন পর সেই তথ্য প্রকাশ্যে শেয়ার করলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কল্কি বলেন, ‘সে সময় আমি থেরাপি করিয়েছিলাম। মন ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে বন্ধু বা পরিবারের বাইরের কারো দৃষ্টিভঙ্গী সে সময় আমার জন্য দরকার ছিল। তবে আমরা এখনো বন্ধু। আমাদের এখনো দেখা হয়।’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন