Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইহুদিবিদ্বেষ রোধে বার্লিনের বিশেষ উদ্যোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ইহুদিবিদ্বেষ রোধে রাজ্য পর্যায়ে এই প্রথম বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে জার্মানি। কিন্তু কেন গোটা দেশের বদলে শুধু একটি রাজ্যে এমন উদ্যোগ নেয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। সা¤প্রতিক সময়ে বার্লিনে ইহুদি বিদ্বেষের বেশ কিছু ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। এরমধ্যে একটি স্কুলে এক ইহুদি শিক্ষার্থীকে নিগ্রহ থেকে ফিলিস্তিনিদের এক প্রতিবাদ কর্মসূচিতে ইসরাইলের প্রতীক পোড়ানোর মতো ঘটনা রয়েছে। এ ধরনের ঘটনা রোধে ৬৩ পাতার এক পরিকল্পনা ঘোষণা করেছে বার্লিন রাজ্য। তবে প্রশ্ন উঠেছে পুরো দেশের বদলে কেন একটি রাজ্য এমন উদ্যোগ নিচ্ছে। বার্লিনের বিচার এবং বৈষম্য রোধ বিষয়ক সিনেটর ডির্ক বেরেন্ডট বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে জানান জার্মানিতে শিক্ষা এবং আইনের প্রয়োগের বিষয়াদি রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। ফলে ইহুদি বিদ্বেষের রোধে একটি রাজ্যে এগিয়ে আসার বিষয়টি অস্বাভাবিক কিছু নয় বলে মত দেন তিনি। বেরেন্ডট অবশ্য এটাও স্বীকার করেছেন যে, বার্লিনে ইহুদি বিদ্বেষের ঘটনা বেড়ে যাওয়ায় এই বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সা¤প্রতিক বছরগুলোতে বার্লিনে ইহুদিবিদ্বেষ এবং ঘৃণা বেড়েছে। কিছু ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে।’’ ইহুদিবিদ্বেষ বিষয়ক তথ্য সংগ্রহ করা বার্লিনভিত্তিক এনজিও আরআইএএস-এর পরিসংখ্যান বলছে ২০১৮ সালের প্রথম ছয় মাসে বার্লিনে ৫২৭টি ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। আগের বছর একই সময় এই সংখ্যা ছিল ৫১৪। বার্লিন এ ধরনের ঘটনা রোধে মূলত তরুণ প্রজন্মকে এই বিষয়ে আরো শিক্ষিত করে তোলার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের নিরাপত্তা প্রদানসহ আইনশৃঙ্খলা পরি¯িতির উন্নয়ন এবং গবেষণাতেও এই প্রকল্প থেকে অর্থ বরাদ্দ করা হবে। উল্লেখ্য, বার্লিনে ইহুদি বিদ্বেষের ঘটনাগুলোর মধ্যে যেগুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে সেগুলোর কয়েকটির সঙ্গে মুসলমান তরুণদের সম্পৃক্ততা রয়েছে। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ