Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

উপজেলায় আন্তর্জাতিক কারাতে

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

যশোরের ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে চাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছে। গতকাল সকালে ঝিকরগাছা উপজেলা চত্বরে দু’দিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।
রাজধানী শহর, বিভাগ বা জেলা শহরে নয়, উপজেলাতে বসেছে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। তাও আবার কারাতের মত খেলার। ফলে প্রতিযোগিতার প্রথম দিন উৎসুক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আসরে জাপান ও নেপালের একটি, ভারতের ৪টি এবং বাংলাদেশের ৮টি কারাতে দলের ২০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে খেলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ