Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাবি ভিসির বিরুদ্ধে নির্বাচন দিতে গড়িমসির অভিযোগ

জাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, শিক্ষাপর্ষদ ও অর্থ-কমিটির নির্বাচন দিতে ভিসি গড়িমসি করছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষক সমাজ।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করার পাশাপাশি গড়িমসির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৬ ফেব্রæয়ারি শিক্ষক সমিতি ও সম্মিলিত শিক্ষক সমাজের প্রতিনিধিদের সাথে প্রশাসনের সর্বোচ্চ পর্যাযায়ের বৈঠকে ভিসি প্রতিশ্রæতি দেন আগামী ৬ মে এর পূর্বে ডিন, সিন্ডিকেট, শিক্ষাপর্ষদ ও অর্থ-কমিটির নির্বাচন দিবেন। কিন্তু আমাদেও নির্বাচন দেয়া কোনরূপ লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না।
এমন অবস্থায় আগামী ১৮ মার্চ এর মধ্যে মেয়াদোত্তীর্ণ পর্ষদ সমূহের নির্বাচনের লক্ষ্যে রিটার্নিং অফিসার নিয়োগ ও তফসিল ঘোষণা করা নাহলে ভিসি বিশ্বাস ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন।
তাই আমরা বিশ্ববিদ্যালয়ের সকল মতের শিক্ষকগণকে নিয়ে এই অগণতান্ত্রিক প্রশাসনকে অতিসত্বর রুখে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ