Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ০৮ কার্তিক ১৪২৬, ২৪ সফর ১৪৪১ হিজরী

গফরগাঁওয়ে অটোরিকশা চাপায় শিশু নিহত

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ৮:৫৮ পিএম

গফরগাঁও উপজেলার পাগলা থানায় সিএনজি অটোরিকশা চাপায় রিয়া মনি (০৪) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলার খাকাটি পাড়া গ্রামের পাগলা-গয়েশপুর সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। নিহত রিয়া মনি উপজেলার মশাখালী বাইলনা গ্রামের কামাল মিয়ার মেয়ে। সে মায়ের সাথে খাকাটি পাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পাগলা থানাধীন খাকাটি পাড়া গ্রামে বাড়ির পাশে পাগলা-গয়েশপুর সড়কে অন্য শিশুদের সাথে রিয়া মনি খেলা করার সময় একটি দ্রুতগামী সিএনজি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে শিশুটি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এ সময় এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভীড় জমায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম বলেন, খুবই দুঃখজনক ঘটনা। শিশুটি তার মায়ের সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। বিকাল বেলা সড়কে লোকজন কম থাকায় ঘাতক সিএনজি গাড়ি শিশুটিকে পিষ্ট করে দ্রুত পালিয়ে গেছে। পাগলা থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে এসআই আরাফাতকে ঘটনাস্থলে পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন