Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দিল্লির মসজিদে নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগের দাবি বিজেপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

আসন্ন লোকসভা নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের কাছে মসজিদগুলিতে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছে বিজেপির দিল্লি শাখা। মুসলিম অধ্যুষিত এলাকার মসজিদগুলিতে যাতে রাজনৈতিক ও ধর্মীয় নেতারা কোনও ধর্মীয় উত্তেজনামুলক বক্তব্য রেখে ভোটারদের প্রভাবিত করতে না পারেন, তা নজরে রাখার আরজিও জানানো হয়েছে। বিজেপির দিল্লি শাখার আইনি সেলের প্রধান নীরজ দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি লিখে পর্যবেক্ষক নিয়োগের এই দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সংবাদমাধ্যমে নীরজ বলেছেন, নির্বাচনের মুখে আম আদমি পার্টি ভোটারদের ধর্মের নামে ভাগ করতে জোরদার প্রচার করছে। সংখ্যালঘুদের ভাবাবেগ উসকে দিতে মুসলিম অধ্যুষিত এলাকায় ক্রমাগত উত্তেজক বক্তব্য দিয়ে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ