ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিন
বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার তিনকোনিয়া ইউনিয়নের আলিক্ষণ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফারুয়া ইউনিয়নে নির্বাচনী কাজ শেষ করে মঙ্গলবার সকালে স্ত্রী এবং ছেলেকে নিয়ে কাপ্তাই হৃদ হয়ে নৌকায় করে বিলাইছড়ি সদরে আসছিলেন সুরেশ। পথে তিনকোনিয়া ইউনিয়নের আলিক্ষণ পাড়ায় একদল দুর্বৃত্ত তাদের নৌকা থামিয়ে তার স্ত্রী এবং ছেলেকে লাথি মেরে নৌকা থেকে ফেলে দেয় এবং সুরেশকে পাশের একটি টিলায় নিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর এ তথ্য জানিয়েছেন। তিনি এ হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।