Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীর কদমতলী থেকে ৫ বছরের শিশু মিনা অপহরণের দেড় মাস পর গাজীপুর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ৫:০৮ পিএম

রাজধানীর কদমতলী থেকে ৫ বছরের শিশু মিনা অপহরণের দেড় মাসের মাথায় গাজীপুর জেরার শ্রীপুর থানাধীন ভুতুলিয়া গ্রাম থেকে উদ্ধার করেছে কদমতলী থানা পুলিশ। ওয়ারী বিভাগের ডিসি ফরিদ উদ্দিন সংবাদ ব্রিফিং করে জানান, গত ২৮ জানুয়ারি কদমতলী থানার ডিপটি গলি থেকে মিনা নামে ৫ বছরের একটি শিশু অপহরণ করা হয়। এ বিষয় কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করে তার স্বজনেরা । পরে ১ মাস ২৩ দিন পর গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর জোনের এসি মফিজুর রহমানের নেতৃত্বে কদমতলী থানার ওসি তদন্ত সাজু মিয়া ও মামলার তদন্তকারী লালবুর রহমান সহ একটি টীম গাজীপুরের শ্রীপুর থানার ভুতুলীয়া গ্রাম থেকে উদ্ধার করে। এ সময় দোলা নামের এক অপহরনকরীকে আটক করা হয়। তার স্বামীর নাম ঈব্রাহীম পিতা কানছু সেখ গ্রাম ঘাটাইল টাঙ্গাইল সদর। এ বিষয় কদমতলী থানায় অপহরনকারী আটক দোলাকে আসামী করে একটি অপহরন মামলা দায়ের করেছে পুলিশ মেয়ের মা পারভীনআক্তার জানান, গত ২৮ জানুয়ারী সকালে তার মেয়ে মিনা রাস্তায় খেলতে গেলে আর ফিরে না আসায় কদমতলী থানা পুলিশকে জানায় র্দীর্ঘ দিন মেয়েকে না পেয়ে তাকে পাওয়ার আসা ছিড়ে দিয়েছিলাম পরে পুলিশের প্রচেষ্টায় ১ মাস ২৩ দিন পর মেয়েকে পেয়ে তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ