শরণখোলায় আগুনে পুড়ে ২১ দোকান ছাই

শরণখোলা উপজেলার রাজাপুর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ২১টি দোকান ছাই হয়ে গেছে। শুক্রবার ভোর ৫টার
হিলি-পাঁচবিবি রেল রুটের আটাপাড়া রেলগেট এলাকার সন্নিকটে গতকাল বুধবার দিবাগত রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৩২) এবং শন্তাদিগর গ্রামের এরশাদ ফকির (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, বুধবার দিবাগত রাতের কোন একসময় সে ট্রেনে কেটে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। অজ্ঞাত ব্যক্তি মাদকসেবী হতে পারে বলে ধারণা করছে অনেকেই। পাঁচবিবি থানা সূত্র ঘটনাটি নিশ্চিত করেছেন। এছাড়া পুলিশ জানায় বুধবার দিনে বেলায় উপজেলার শন্তাদিগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে এরশাদ ফকির (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।