Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এতিম শিশুদের ইচ্ছাপূরণ!

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

সমাজের অধিকার বঞ্চিত অনাথ ভবঘুরে এতিম শিশুদের ইচ্ছা পূরণে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’। আমেরিকা প্রবাসি গ্রুপের সাধারণ সম্পাদক ও গ্রুপ ক্রিয়েটার তরিকুল ইসলাম মিঠুর সার্বিক পরিকল্পনায় গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার শহরের বিভিন্ন এতিমখানা, ফুটপাত রাস্তায় ঘুরে বেড়ানো অর্ধশত পথশিশুকে উন্নত খাবার পরিবেশনের পাশাপাশি তাদের মননশীলতা বিকাশে আনন্দদায়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া তাদের ইচ্ছা পুরণে পার্কের প্রায় ৫০টি রাইডারে উঠিয়ে তাদের আনন্দ দেওয়া হয়। এতিম শিশুরা পার্কের এ সব সুবিধা পেয়ে যারপরনাই আনন্দ ও উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়। এ উপলক্ষে এক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’ এর কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক আসিফ ইকবাল কাজল। এ সময় গ্রুপের উপদেষ্টা মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি ও চেম্বারের সাবেক সভাপতি মীর নাছির উদ্দীন, জোহান ড্রিম ভ্যালি পার্কের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন, গ্রুপের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইফুল ইসলাম লিকু, নাসির উদ্দীন, মাসুম আহম্মেদ, সাইদুল ইসলাম টেটো, আশরাফুল ইসলাম, সজিব প্রবাসি ও সোহাগ স্বপ্ন উপস্থিত ছিলেন। ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’ এর প্রবাসে থাকা সদস্যদের আর্থিক সহায়তায় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ