Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সালমান শাহর সিনেমার নামে ভক্তর শূটিং স্পট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

মরহুম চিত্রনায়ক সালমান শাহ অভিনীত সিনেমা স্বপ্নের ঠিকানা’র নামে নির্মিত হচ্ছে শূটিং স্পট। এই শূটিং স্পট নির্মাণ করছেন তার এক ভক্ত। অনেকটা আক্ষেপ থেকেই তার ভক্ত রাশেদ খান এই স্পট নির্মাণ করছেন। কারণ সালমান শাহ’র ভক্তরা দীর্ঘদিন ধরে তার নামে এফডিসিতে একটি শূটিং ফ্লোরের নামকরণের দাবি করে আসছিল। তাদের এই দাবি পূরণ হচ্ছে না। তাই অনেকটা আক্ষেপ নিয়েই তার ভক্ত রাশেদ খান গাজীপুরের উরখুলায় নির্মাণ করছেন স্বপ্নের ঠিকানা নামে শূটিং ¯পট। রাশেদ খান বলেন, সালমান শাহ মানেই আবেগের নাম। আমার মতো তার অসংখ্য ভক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে সবাই প্রিয় নায়কের নামে এফডিসিতে কিছু একটা হোক এমন দাবি করে আসছিলেন। কিন্তু সে ব্যাপারে কোনো উদ্যোগই দেখা যায়নি। তাই নিজেই নিজের প্রিয় নায়ককে শ্রদ্ধা জানিয়ে এই শূটিং ¯পটটি চালু করেছি। এ বছরের ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিনেই শূটিং ¯পটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এটি শুটিং ও পিকনিকের জন্য ভাড়ায় পাওয়া যাবে। উল্লেখ্য, দেশের চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা স্বপ্নের ঠিকানা। ঈদে মুক্তি পেয়ে সিনেমাটি সে সময়ে আয় করেছিল প্রায় ১৯ কোটি টাকা। এম এ খালেক পরিচালিত এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। সিনেমাটির গল্প ও নির্মাণশৈলীর পাশাপাশি এর গানগুলোও ছিল তুমুল জনপ্রিয়। সিনেমাটি প্রথমে ১৯৯৫ সালের ১১ মে ঢাকার বাইরে মুক্তি পায়। পরে দর্শকের ব্যাপক চাহিদায় ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় এবং আলোড়ন তুলে। এ সিনেমার পর বেড়ে যায় সালমান-শাবনূর জুটির চাহিদা। তারাও বাড়িয়ে দেন পারিশ্রমিক। তখন থেকে সালমান সিনেমা প্রতি পারিশ্রমিক নিতেন ৮ লাখ টাকা করে।
ছবিঃ সালমান (মাঝের ছবিটি দেবেন)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ