Inqilab Logo

ঢাকা, সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ০৪ ভাদ্র ১৪২৬, ১৭ যিলহজ ১৪৪০ হিজরী।

প্রথমবারের মতো সুফি গান গাইবেন কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

প্রায় সব ধরনের গান গাইলেও সুফি ঘরানার গান গাননি জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এবার এ ধারার গান গাইবেন তিনি। খিজির হায়ত খানের সিনেমা ‘কারার ঐ লৌহ কপাট’ সিনেমায় একটি সুফি গানে কণ্ঠ দেবেন তিনি। গানটির শিরোনাম ‘আল-রাহিম’। এ ব্যাপারে কুমার বিশ্বজিৎ বলেন, মুর্শিদী, মারফতি গানসহ সব ধরণের গানই তো গাইলাম। এবার সুফি ঢংয়ের গানটিও করি। গানের কথা-সুর অনেক ভালো লেগেছে। আগামী এক মাসের মধ্যে গানটি রেকর্ড করা হয়ে যাবে আশা করি। আল-রাহিম গানটির কথা লিখেছেন পরিচালক খিজির হায়াত খান নিজেই এবং সুর করেছেন নাজমুল আবেদীন আবির। পরিচালক জানান, সিনেমার চিত্রনাট্যের কাজ শেষ হয়ে গেছে। বর্ষা শুরু হলেই শূটিংও শুরু হবে। একটি ব্যান্ডের গল্পে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী। ব্যান্ডের গল্প হলেও সিনেমাটি মূলত একটি পলিটিক্যাল থ্রিলার। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন