Inqilab Logo

ঢাকা, সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ০৪ ভাদ্র ১৪২৬, ১৭ যিলহজ ১৪৪০ হিজরী।

নির্মাণের আগেই সিনেমার বুকিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

সিনেমার নির্মাণ কাজ শেষ না হতেই হল মালিকরা বুকিং দেয়া শুরু করেছেন। চলচ্চিত্রে এ ধরনের ঘটনা খুব কমই ঘটে। তবে প্রথমবারের মতো এ ঘটনা ঘটল শাকিব খানের প্রযোজনা সংস্থা এস কে প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য পাসওয়ার্ড সিনেমাটির ক্ষেত্রে। সিনেমাটি পরিচালনা করছেন মালেক আফসারি। শাকিবের সিনেমার প্রতি দর্শকদের এখনও আগ্রহ আছে, এ বিবেচনায় ঢাকার বাইরের তিনটি সিনেমা হল সিনেমাটি অগ্রিম বুকিং দিয়ে রেখেছে। বুকিং রেটও বেশ চড়া। এ সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি দেয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে। সিনেমাটির সহ প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমরা পাসওয়ার্ডের শূটিং মাত্র শুরু করেছি। তার আগেই হল মালিকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ইতোমধ্যে তিনটি সিনেমা হলে বুকিং হয়েছে। বুকিং মানি হিসেবে তিন হল থেকে সাড়ে ১১ লাখ টাকা পাওয়া গেছে। হলগুলো হচ্ছে ময়মনসিংহের ছায়াবানী, সিরাজগঞ্জের চালার নিউ রজনীগন্ধা ও শেরপুরের রূপকথা। আরও বেশ কয়েকটি হলের সঙ্গেও কথাবার্তা চলছে। আশা করছি, ঈদের সময় দেশের অধিকাংশ সিনেমা হলে সিনেমাটি বুকিং হয়ে যাবে। তিনি জানান, এর মধ্যে ছায়াবানী সিনেমা হলে বুকিং হয়েছে পাঁচ লাখ এক হাজার টাকায়। নিউ রজনীগন্ধায় চার চার লাখ এবং রূপকথা দুই লাখ ৫০ হাজার টাকাতে বুকিং হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন