Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাদিয়া আফরিন মল্লিকের উদ্যোগে নজরুলের অপ্রচলিত গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক নজরুলসঙ্গীতকে ভিন্নভাবে উপস্থাপন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০১৬ সাল থেকে ‘জেমস অব নজরুল’র শিরোনামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপ্রচলিত গানগুলো সবার সামনে তুলে ধরছেন। ২০১৬ সালে প্রথম কাজী নজরুল ইসলামের ‘দাও সৌর্য্য দাও ধৈর্য্য’ গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়। গানটি নজরুলপ্রেমী শ্রোতাসহ তরুণ প্রজন্মের শ্রোতা-দর্শক দারুণ উপভোগ করে। গত প্রায় তিন বছর ধরে সাদিয়া আফরিন মল্লিক বিশেষ বিশেষ দিবসে নজরুলের এমন গান শ্রোতা-দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করছেন, যা একেবারেই অপ্রচলিত বা সেসব গান যা তেমন কারো ধারণা নেই। এবারও স্বাধীনতা দিবসে দেশের প্রায় সবগুলো চ্যানেলে প্রচারের লক্ষ্যে ‘চলরে চপল তরুণ দল’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। নজরুলের এ গানটির সুর করেছিলেন কমল দাশগুপ্ত। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন তানভীর আলম সজীব। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বারো ভূত। সাদিয়া আফরিন মল্লিক জানান, এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান’সহ বিভিন্ন লোকেশনে। গানটিতে অংশ নিয়েছেন ডালিয়া নওশীন, ফাতেমা তুজ জোহরা, ইয়াসমিন মুশতারি, ইফফাত আরা নারগিস, চম্পা বনিক, স্বরলিপি, সুপ্তিকা মন্ডল, ওয়াকিল’সহ আরো অনেকে। সাদিয়া আফরিন মল্লিক বলেন, ‘আমরা বেছে বেছে কাজী নজরুল ইসলামের অপ্রচলিত গান, যেগুলো সাধারণত শোনা যায়না, তা দেশপ্রেমের জন্য তরুণ প্রজন্মমের মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। শুরু থেকেই আমার এই চেষ্টার সাথে আন্তরিকভাবে অংশ নিচ্ছেন নজরুল সঙ্গীতশিল্পীরা, মিউজিক কলেজের, বিভিন্ন বিশ^বিদ্যালয়ের নজরুল শিল্পীরা। সবার উদ্যোগে নবীন প্রবীনের মাঝে জাতীয় কবির এই গানগুলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। এবারের স্বাধীনতা দিবসেও আমাদের সেই চেষ্টা অব্যাহত আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ